Breaking







Friday, 28 March 2025

March 28, 2025

বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীর তালিকা PDF | আত্মজীবনীর নাম

বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীর তালিকা PDF | Autobiographies of Famous Personalities Bengali PDF

বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীর তালিকা PDF | Autobiographies of Famous Personalities
বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীর তালিকা PDF | Autobiographies of Famous Personalities
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে স্ট্যাটিক জিকের একটি অন্যতম টপিক হিসাবে বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীর তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে বিখ্যাত ব্যক্তি এবং তাদের আত্মজীবনীর নাম তালিকাকারে দেওয়া আছে।

Wings of Fire কার আত্মজীবনী? মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি? গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীর নাম

ব্যক্তিআত্মজীবনী
আব্দুল কালাম Wings of Fire
অভিনব বিন্দ্রা A Shot at History 
মহাত্মা গান্ধী  My Story of Experiments with Truth
রাজেন্দ্র প্রসাদ  Athmakatha
মৌলানা আবুল কালাম আজাদ  India Wins Freedom
মনমোহন সিং  Changing India
প্রণব মুখার্জী  The Presidential Years
নেলসন ম্যান্ডেলা  The Struggle is My Life
অ্যানি বেসান্ত  Annie Besant : An Autobiography
বারাক ওবামা The Audacity of Hope
মিলখা সিং The Race of My Life
শচীন তেন্ডুলকর  Playing it My Way
সৌরভ গাঙ্গুলি One Century is Not Enough
পিটি ঊষা Golden Girl
সানিয়া মির্জা Ace against Odds
কপিল দেব Straight From The Heart
যুবরাজ সিং The Test of My Life
মেরি কম Unbreakable
সুনীল গাভাস্কার Sunny Days : An Autobiography
চার্লি চ্যাপলিন My Autobiography
বাবর Baburnama
জওহরলাল নেহেরু An Autobiography : Toward Freedom
আন্না চ্যান্ডি  Athmakatha
মাইকেল জ্যাকসন Moonwalk
খুশবন্ত সিং Truth, Love and a Little Malice
জে.বি. কৃপালনী  My Times : An Autobiography
ভগত সিং Why I Am an Atheist
রাসকিন বন্ড The Lamp is Life
রিকি পন্টিং  Ponting : At the Close of Play
দিলীপ কুমার  The Substance and the Shadow
শশী কাপুর Shashi Kapoor : The Householder, the Star
ধ্যানচাঁদ Goal
ওমরেশ পুরী Memories of a Myriad Mogambo
সোনু সুদ I am no Messiah 
জাহাঙ্গীর Tuzk-e-Jahangiri
ফুলন দেবী The Bandit Queen of India
বিশ্বনাথন আনন্দ  Mind Master
অনিল কুম্বলে  Wide Angle
দীপা কর্মকার The Small Wonder
অনুপম খের  Lessons Life taught me, unknowingly
আয়ুষ্মান খুরানা Cracking the Code : My Journey in Bollywood
পুল্লেলা গোপীচাঁদ The World Beneath His Feat
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন The Autobiography of Benjamin
উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ The Prelude
লিও টলস্টয় My Confession
সিগমন্ড ফ্রয়েড An Autobiography Study
অ্যাডলফ হিটলার Mein Kampf
বেনিটো মুসোলিনি My Autobiography : With The Political and Social Doctrine of Fascism
কমলা দাস My Story
মহম্মদ আলী The Greatest : My Own Story 
সীতারাম গোয়েল  How I Became a Hindu
সেলিম আলী The Fall of a Sparrow
পরমহংস যোগানন্দ Autobiography of a Yogi
রবিশংকর  My Music My Life
কে. নটবর সিং  One Life Is Not Enough 
বিপিনচন্দ্র পাল সত্তর বৎসর 
রবীন্দ্রনাথ ঠাকুর  জীবন স্মৃতি, ছেলেবেলা 
মান্না দে জীবনের জলসাগরে 
সত্যজিৎ রায়  যখন ছোট ছিলাম 
কাননবালা দেবী  সবারে আমি নমি 
চুনি গোস্বামী  খেলতে খেলতে

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Autobiographies of Famous Personalities
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


March 28, 2025

28th March 2025 Current Affairs in Bengali | ২৮শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

28th March 2025 Current Affairs in Bengali | ২৮শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

28th March 2025 Current Affairs in Bengali | ২৮শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
28th March 2025 Current Affairs in Bengali | ২৮শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 28th March 2025
 
1.Digital Crop Survey (DCS) System চালু করলো কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়

2.Green Shipping & Digital Corridor Collaboration -এর জন্য সিঙ্গাপুরের সাথে একটি LOI স্বাক্ষর করলো ভারত

3.তরুণ শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় কবিতার প্রতি আগ্রহ বাড়াতে এবং তা পুনরুজ্জীবিত করতে "Balpan Ki Kavita" উদ্যোগ চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়

4.নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা

5.Asian Wrestling Championships 2025 -এ পুরুষদের ৮৭ কেজি গ্রিকো-রোমান বিভাগে ব্রোঞ্জের মেডেল জিতলেন সুনীল কুমার

6.United World Wrestling (UWW)-Asia -এর Bureau Member হিসেবে নির্বাচিত হলেন ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি সঞ্জয় কুমার সিং

7.সম্প্রতি ৪৮ বছর বয়সে মারা গেলেন তামিল অভিনেতা ও পরিচালক মনোজ ভারতিরাজা

8.ঐতিহ্যবাহী শিগমো উৎসব ২০২৫ শুরু হলো গোয়াতে 

9.শিলংয়ে 7th Act East Business Show -এর উদ্বোধন করলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

10.২০২৫ অ্যাবেল পুরস্কারে সম্মানিত হলেন জাপানের গণিতজ্ঞ Masaki Kashiwara


Thursday, 27 March 2025

March 27, 2025

বিভিন্ন ধাতুসংকর ও তাদের ব্যবহার তালিকা PDF | বিভিন্ন সংকর ধাতুর গঠন ও ব্যবহার

বিভিন্ন সংকর ধাতুর গঠন ও ব্যবহার PDF | বিভিন্ন ধাতুসংকর ও তাদের ব্যবহার | Alloys and their Uses

বিভিন্ন ধাতুসংকর ও তাদের ব্যবহার তালিকা PDF | বিভিন্ন সংকর ধাতুর গঠন ও ব্যবহার
বিভিন্ন ধাতুসংকর ও তাদের ব্যবহার তালিকা PDF | বিভিন্ন সংকর ধাতুর গঠন ও ব্যবহার
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন ধাতুসংকর ও তাদের ব্যবহার তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন সংকর ধাতুর উপাদান এবং ব্যবহার তালিকাকারে দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ? জার্মান সিলভার কি কাজে লাগে? জার্মান সিলভার এর উপাদান গুলি কি কি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন ধাতুসংকর ও তাদের ব্যবহার

সংকর ধাতুউপাদানব্যবহার
পিতল তামা ও জিঙ্ক বাসনপত্র, টেলিস্কোপ, ব্যারোমিটার, জলের কল, কমদামী অলঙ্কার প্রভৃতি। 
ব্রোঞ্জ  তামা ও টিন মুদ্রা, মূর্তি, থালা, ভারী যন্ত্রপাতি, সরঞ্জাম, ইলেকট্রিক যন্ত্রপাতি প্রভৃতি। 
কাঁসা বা বেল মেটাল তামা ও টিন মূর্তি, ঘণ্টা, ঘটি, বাটি প্রভৃতি জিনিসপত্র তৈরিতে। 
গান মেটাল তামা, জিঙ্ক ও টিন মূর্তি, বন্দুক ও ইঞ্জিনিয়ারিং কাজে। 
টাইপ মেটাল  সীসা, এন্টিমনি ও টিন ছাপার অক্ষর তৈরি করতে। 
স্টেনলেস স্টিল লোহা, ক্রোমিয়াম, কার্বন ও নিকেল বাসনপত্র, মোটর ও মোটর সাইকেলের যন্ত্রাংশ প্রস্তুতিতে। 
ম্যাগনেলিয়াম অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম উড়োজাহাজের ফ্রেম ও তুলাদণ্ড প্রভৃতি প্রস্তুত করতে। 
মোনেল মেটাল নিকেল, তামা, লোহা ও ম্যাঙ্গানিজ পাম্প, পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতি ও বিমানের দেহাংশ তৈরিতে। 
নিকেল স্টিল লোহা ও নিকেল বিমানের প্রপেলার, রেল, বর্ম প্রস্তুতিতে। 
ডুরালুমিন অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ বিমান, মোটরগাড়ির নানা অংশ, নৌকা, কল লাইনের পাত, উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষয় প্রতিরোধকে।
জার্মান সিলভার তামা, জিঙ্ক ও নিকেল ফুলদানি, বাসনপত্র ও নানারকম সৌখিন দ্রব্য প্রস্ততিতে। 
অ্যালুমিনিয়াম ব্রোঞ্জতামা ও অ্যালুমিনিয়াম মূর্তি, ফটোফ্রেম, থালা ও নানারকম সৌখিন দ্রব্য প্রস্ততিতে।
রাংঝাল বা সোলডার সীসা ও টিন ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। 
ইনভার লোহা ও নিকেল বাটখারা ও পরিমাপ যন্ত্র প্রস্তুতিতে। 
ইলেকট্রন ম্যাগনেশিয়াম ও জিঙ্ক মোটরগাড়ি ও বিমানের দেহাংশ তৈরিতে। 
মুদ্রা ধাতু তামা ও নিকেলআমেরিকার মুদ্রা।
সোনার পারদ সংকর সোনা ও পারদ দাঁতের ফাঁক বন্ধ করতে ব্যবহৃত হয়।
ডাচ মেটাল তামা ও জিঙ্ক ইমিটেশনের গহনা প্রস্তুত করতে।
রোল্ড গোল্ড তামা ও নিকেল সস্তার অলঙ্কার প্রস্তুতিতে।
ম্যাঙ্গানিজ স্টিল লোহা ও ম্যাঙ্গানিজ রেললাইন, ট্রামলাইন, হেলমেট, সিন্দুক প্রভৃতি তৈরিতে। 
ক্রোম স্টিল লোহা ও ক্রোমিয়াম বল বিয়ারিং, পেষণকারী যন্ত্রে ব্যবহৃত হয়।

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : বিভিন্ন ধাতুসংকর ও তাদের ব্যবহার
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download
March 27, 2025

27th March 2025 Current Affairs in Bengali | ২৭শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

27th March 2025 Current Affairs in Bengali | ২৭শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

27th March 2025 Current Affairs in Bengali | ২৭শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
27th March 2025 Current Affairs in Bengali | ২৭শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 27th March 2025
 
1.বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় ২৭শে মার্চ; এবছরের থিম হলো- "Theatre and a Culture of Peace"

2.প্যাসেঞ্জার এবং ইলেকট্রিক যানবাহন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বলিউড অভিনেতা ভিকি কৌশলকে নিযুক্ত করলো Tata Motors

3.GSMA -এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন Bharti Airtel -এর ভাইস চেয়ারম্যান এবং MD গোপাল ভিট্টল

4.ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হলেন অজয় শেঠ

5.সমাজসেবায় নিঃস্বার্থ অবদানের জন্য 'Popular Citizen Excellence Award' -এ সম্মানিত হলেন সংঘমিত্রা তাই গায়কোয়াড়

6.REC Limited -এর CMD হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন পারমিন্দর চোপড়া

7.মুম্বাইয়ে FATF Private Sector Collaborative Forum 2025 -এর আয়োজন করবে ভারত

8.সম্প্রতি মানব অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপন আইন, ১৯৯৪ গ্রহণ করলো তেলেঙ্গানা বিধানসভা

9."Leo: The Untold Story of Chennai Super Kings" শিরোনামে বই লিখলেন পি.এস. রমন

10.বেঙ্গালুরুতে 'Nano Electronics Roadshow and Conference on Semiconductor Ecosystem in India' আয়োজন করবে MeitY 


Wednesday, 26 March 2025

March 26, 2025

একনজরে ভিটামিন PDF | বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, উৎস ও অভাবজনিত রোগ

বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, উৎস ও অভাবজনিত রোগ | একনজরে ভিটামিন PDF

একনজরে ভিটামিন PDF | বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, উৎস ও অভাবজনিত রোগ
একনজরে ভিটামিন PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে একনজরে ভিটামিন PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, কোন ভিটামিন কীসে দ্রাব্য, বিভিন্ন ভিটামিনের উৎস ও বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ প্রভৃতি সমস্ত কিছু দেওয়া আছে।

একনজরে ভিটামিন

ভিটামিন A
■ রাসায়নিক নামঃ রেটিনল।
■ দ্রাব্যতাঃ স্নেহ পদার্থ।
■ উৎসঃ গাজর, কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখন, সব্জি, পাকা আম, কড ও হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেল। 
■ অভাবজনিত রোগঃ চোখে ছানি পড়া, ত্বক খসখসে হওয়া, রাতাকানা, সেরোসিস, জেরপথ্যালমিয়া, কেরাটোম্যালেশিয়া, স্নায়ুতন্ত্রের ক্ষতি।

ভিটামিন B1
■ রাসায়নিক নামঃ থিয়ামিন বা অ্যানিউরিন।
■ দ্রাব্যতাঃ জল। 
■ উৎসঃ ডিমের কুসুম, ঢেঁকিছাটা চাল, বাদাম, ডাল, বীন, ফুলকপি, বীট, লেটুস শাক।
■ অভাবজনিত রোগঃ বেরিবেরি, ক্ষুধামান্দ্য, স্নায়ুদৌর্বল্য, হৃৎপিণ্ডের দুর্বলতা।

ভিটামিন B2
■ রাসায়নিক নামঃ রাইবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন। 
■ দ্রাব্যতাঃ জল। 
■ উৎসঃ যকৃৎ, বৃক্ক, ডিমের সাদা অংশ, ইস্ট, নটে শাক, অঙ্কুরিত গম, কলমি শাক, পালং শাক, দানাশস্য। 
■ অভাবজনিত রোগঃ স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক প্রভৃতির ক্ষয়; মুখে, জিহ্বায়, ঠোঁটে ঘা; চেইলোসিস; গ্লসাইটিস।

ভিটামিন B3
■ রাসায়নিক নামঃ নিয়াসিন। 
■ দ্রাব্যতাঃ জল। 
■ উৎসঃ ডিমের কুসুম, দানাশস্যের খোসা, মটর, বীন, রাঙা আলু। 
■ অভাবজনিত রোগঃ পেলেগ্রা, অন্ত্রে ঘা, স্নায়ুক্ষয়, চর্মরোগ। 

ভিটামিন B5
■ রাসায়নিক নামঃ প্যান্টোথেনিক অ্যাসিড। 
■ দ্রাব্যতাঃ জল। 
■ উৎসঃ যকৃৎ, রাঙা আলু, মটর, আখের গুড়।
■ অভাবজনিত রোগঃ অনিদ্রা, স্নায়ুদৌর্বল্য, ডার্মাটাইটিস। 

ভিটামিন B6
■ রাসায়নিক নামঃ পাইরিডক্সিন। 
■ দ্রাব্যতাঃ জল। 
■ উৎসঃ দুধ, ডিম, মাছ, মাংস, ইস্ট, অঙ্কুরিত শস্য, সবুজ শাক।
■ অভাবজনিত রোগঃ রক্তাল্পতা, স্নায়ুদৌর্বল্য, নিদ্রাল্পতা, জনন ক্ষমতা লোপ।

ভিটামিন B7
■ রাসায়নিক নামঃ বায়োটিন। 
■ দ্রাব্যতাঃ জল। 
■ উৎসঃ ঢেঁকিছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম।
■ অভাবজনিত রোগঃ বৃদ্ধি ব্যহত, চর্মরোগ, চুল পড়া। 

ভিটামিন B9
■ রাসায়নিক নামঃ ফলিক অ্যাসিড। 
■ দ্রাব্যতাঃ জল। 
■ উৎসঃ ঢেঁকিছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম।
■ অভাবজনিত রোগঃ বৃদ্ধি ব্যহত, চর্মরোগ, চুল পড়া। 

ভিটামিন B12
■ রাসায়নিক নামঃ সাইনোকোবালামিন। 
■ দ্রাব্যতাঃ জল। 
■ উৎসঃ মাছ, মাংস, ডিম।
■ অভাবজনিত রোগঃ বৃদ্ধি ব্যাহত, পারনিসিয়াস অ্যানিমিয়া।

ভিটামিন C
■ রাসায়নিক নামঃ অ্যাসকরবিক অ্যাসিড। 
■ দ্রাব্যতাঃ জল। 
■ উৎসঃ আমলকী, লেবু, পেয়ারা, মাতৃদুগ্ধ।
■ অভাবজনিত রোগঃ স্কার্ভি, দাঁতের গোড়া ফোলা, পুঁজ, রক্ত পড়া বা পাইরিয়া।

ভিটামিন D
■ রাসায়নিক নামঃ ক্যালসিফেরল। 
■ দ্রাব্যতাঃ চর্বি। 
■ উৎসঃ হ্যালিবাট, কড ও হাঙর মাছের যকৃতের তেল, দুধ্ম ডিম, মাখন, শাকসব্জি।
■ অভাবজনিত রোগঃ শিশুদের রিকেট, বড়দের অস্টিওপরোসিস, অস্থি ও দন্তের বিকৃতি গঠন। 

ভিটামিন E
■ রাসায়নিক নামঃ টোকোফেরল। 
■ দ্রাব্যতাঃ চর্বি। 
■ উৎসঃ ডিমের কুসুম, মাছ, মাংস, সয়াবিন, শাকসব্জি।
■ অভাবজনিত রোগঃ বন্ধ্যাত্ব, পেশি ও জনন অঙ্গের বৃদ্ধি ব্যাহত। 

ভিটামিন K
■ রাসায়নিক নামঃ ফাইলোকুইনন, ন্যাপথোকুইনন। 
■ দ্রাব্যতাঃ চর্বি। 
■ উৎসঃ ডিমের কুসুম, যকৃৎ, বৃক্ক, গম, ইস্ট, ব্যাঙের ছাতা, সবুজ শাকসব্জি।
■ অভাবজনিত রোগঃ রক্তাল্পতা, দেহের বৃদ্ধি হ্রাস।


পিডিএফটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Aknojore Vitamins
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


March 26, 2025

26th March 2025 Current Affairs in Bengali | ২৬শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

26th March 2025 Current Affairs in Bengali | ২৬শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

26th March 2025 Current Affairs in Bengali | ২৬শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
26th March 2025 Current Affairs in Bengali | ২৬শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 26th March 2025

1.Indian National Trust for Art and Cultural Heritage (INTACH) -এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন অশোক সিং ঠাকুর

2.হিন্দি সাহিত্যে অসামান্য অবদানের জন্য ৫৯তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হলেন প্রখ্যাত হিন্দি সাহিত্যিক বিনোদ কুমার শুক্লা

3.রামকৃষ্ণপুরম ফার্স্ট স্ট্রিটের নাম পরিবর্তন করে রবিচন্দ্রন অশ্বিনের নামে নামকরণ করার সিদ্ধান্ত নিলো গ্রেটার চেন্নাই কর্পোরেশন

4.SRFI Indian Tour PSA Challenger ইভেন্টে Women's এবং Men's Singles টাইটেল জিতলেন আনহাত সিং এবং বীর ছোটরানী

5.FIG Artistic Gymnastics Apparatus World Cup -এ ব্রোঞ্জের মেডেল জিতলেন প্রণতি নায়ক 

6.Music Academy কর্তৃক Sangita Kalanidhi 2025 পুরস্কারে সম্মানিত হলেন বেহালাবাদক আর কে শ্রীরামকুমার

7.4th India-EU Maritime Security Dialogue অনুষ্ঠিত হলো নিউ দিল্লীতে

8.প্রথম ভারতীয় রাজ্য হিসেবে সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করলো কেরালা

9.1st Indian Film Festival শুরু হলো আমেরিকার সিয়াটলে

10.হরিয়ানায় ‘Catch the Rain 2025’ ক্যাম্পেইন শুরু করলো কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী সি আর পাটিল 


Tuesday, 25 March 2025

March 25, 2025

ভূগোল জিকে প্রশ্ন উত্তর PDF | Geography GK in Bengali PDF

ভূগোল জিকে প্রশ্ন উত্তর PDF | Geography GK Questions Answers in Bengali PDF

ভূগোল জিকে প্রশ্ন উত্তর PDF | Geography GK in Bengali PDF
ভূগোল জিকে প্রশ্ন উত্তর PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভূগোল জিকে প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে ভূগোল বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

ভূগোল জিকে প্রশ্ন উত্তর

০১. কোরকু উপজাতিদের বাসস্থান কোন রাজ্যে ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

০২. পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি ?
উত্তরঃ সাহারা মরুভূমি।

০৩. গরমপানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ আসাম।

০৪. পশ্চিমবঙ্গের কোন জেলায়  বনভূমির পরিমাণ সবচেয়ে কম ?
উত্তরঃ কলকাতা।

০৫. জাপভো কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তরঃ কোহিমা। 

০৬. গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলা হয় ?
উত্তরঃ রণ।

০৭. চেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ড।

০৮. আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তরঃ সপ্তম। 

০৯. পশ্চিমবঙ্গের দিয়ারা অঞ্চলটি কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ মালদহ।

১০. উগাড়ি উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।

১১. বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর চব্বিশ পরগণা।

১২. নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তরঃ কালিম্পং।

১৩. কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় ?
উত্তরঃ তিস্তা নদীকে।

১৪. পূর্বঘাট পর্বতের অপর নাম কি ?
উত্তরঃ মলয়াদ্রি।

১৫. পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি ?
উত্তরঃ বুর্জ খলিফা। 

১৬. আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তরঃ ভ্যাটিকান সিটি। 

১৭. কোন সালে আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয় ?
উত্তরঃ ২০১৪ সালে।

১৮. ফারাক্কা নদী বাঁধ কত সালে গড়ে উঠেছে ?
উত্তরঃ ১৯৭৫ সালে।

১৯. কাজী নজরুল ইসলাম বিমান বন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ অন্ডাল। 

২০. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ সিদ্রাপং।

২১. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক ?
উত্তরঃ নাইট্রোজেন গ্যাস। 

২২. কোন শহরকে “নীরব শহর” বলা হয় ?
উত্তরঃ রোমকে।  

২৩. এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি ?
উত্তরঃ তৈগা। 

২৪. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি ?
উত্তরঃ গ্রিনল্যান্ড। 

২৫. ওড়িশা রাজ্যের রাজ্য পশুর নাম কি ?
উত্তরঃ সম্বর হরিণ। 

২৬. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি ?
উত্তরঃ সুন্দরবন। 

২৭. যমজ গ্রহ কাদের বলা হয় ?
উত্তরঃ পৃথিবী ও শুক্রকে। 

২৮. কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উত্তরঃ আয়নোস্ফিয়ারে। 

২৯. পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি ?
উত্তরঃ পামির মালভূমি। 

৩০. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি ?
উত্তরঃ আন্দিজ। 

৩১. পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহরের নাম কি ?
উত্তরঃ টোকিও। 

৩২. ‘আমন ব্রিজ’ কোন দুটি দেশকে যুক্ত করেছে ?
উত্তরঃ ভারত-পাকিস্তান। 

৩৩. সোনার ভেড়ার লোমের দেশ কাকে বলে ?
উত্তরঃ অস্ট্রেলিয়াকে। 

৩৪. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে ?
উত্তরঃ আফ্রিকাকে। 

৩৫. বাংলার দুঃখ কাকে বলে ?
উত্তরঃ দামোদর নদকে। 

৩৬. ভারতের প্রবেশদ্বার কাকে বলে ?
উত্তরঃ মুম্বাই। 

৩৭. নীলনদের দান কাকে বলে ?
উত্তরঃ মিশরকে।

৩৮. নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?
উত্তরঃ নরওয়েকে। 

৩৯. হাজার হ্রদের দেশ কাকে বলে ?
উত্তরঃ ফিনল্যান্ড। 

৪০. সোনালি চতুর্ভুজ দ্বারা কোন পথকে নির্দেশ করা হয় ?
উত্তরঃ সড়ক পথ। 

৪১. কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয় ?
উত্তরঃ হাইগ্রোমিটার। 

৪২. ভিল উপজাতি কোথায় বাস করে ?
উত্তরঃ মধ্য ভারতে। 

৪৩. ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম কি ?
উত্তরঃ ডুরান্ড লাইন। 

৪৪. ভারতের কোথায় থোরিয়াম পাওয়া যায় ?
উত্তরঃ কেরল উপকূলে। 

৪৫. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?
উত্তরঃ হায়দ্রাবাদ। 

৪৬. সবুজ বিপ্লব কোন ক্ষেত্রকে বলা হয় ?
উত্তরঃ গম উৎপাদন। 

৪৭. ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সবথেকে বেশি ?
উত্তরঃ মধ্যপ্রদেশ। 

৪৮. ভারতের সবথেকে পুরানো জাতীয় উদ্যান কোনটি ?
উত্তরঃ জিম করবেট ন্যাশনাল পার্ক। 

৪৯. কর্দম প্রবাহ কোন অঞ্চলে অধিক সক্রিয় ?
উত্তরঃ আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে।

৫০. বিশ্বের সবথেকে বিজ্ঞানসম্মত চিন্তার সমাজবিদ কে ?
উত্তরঃ কার্ল মার্ক্স। 

৫১. কে সর্বপ্রথম প্রতিবিধানতলের কল্পনা করেন ?
উত্তরঃ লিওনার্দো-দ্য-ভিঞ্চি। 

৫২. সবুজ গ্রহ কাকে বলা হয় ?
উত্তরঃ ইউরেনাসকে।

৫৩. হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল ?
উত্তরঃ ১৯৮৬ সালে।

৫৪. কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে ?
উত্তরঃ ৭৬ বছর।

৫৫. ভারতের প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।

৫৬. ভারতের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ কোনটি ?
উত্তরঃ লাক্ষাদ্বীপ।

৫৭. পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি ?
উত্তরঃ গ্রেট ব্যারিয়ার রিফ।

৫৮. বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কী ?
উত্তরঃ ট্রপোস্ফিয়ার।

৫৯. ভারতের প্রাচীনতম পর্বতের নাম কী ?
উত্তরঃ আরাবল্লী।

৬০. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী ?
উত্তরঃ সান্দাকফু।

৬১. ভারতের সর্ববৃহৎ তৈল শোধানাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ জামনগর।

৬২. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কী ?
উত্তরঃ হিরাকুঁদ।

৬৩. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে কম ?
উত্তরঃ হরিয়ানাতে ।

৬৪. ভারতের কৃষিভিত্তিক দ্বিতীয় বৃহত্তম শিল্প কি ?
উত্তরঃ চিনি শিল্প।

৬৫. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
উত্তরঃ স্তূপ পর্বত। 

৬৬. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?
উত্তরঃ মরু মাটিতে।

৬৭. আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে ?
উত্তরঃ পশ্চিমবঙ্গে।

৬৮. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?
উত্তরঃ পলিমৃত্তিকা।

৬৯. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তরঃ আনাইমুদি।

৭০. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রে। 

৭১. কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত ?
উত্তরঃ সিয়াচেন হিমবাহ। 

৭২. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?
উত্তরঃ ডলফিন।

৭৩. জাপান সাগর ও পীত সাগের মধ্যে কোন দ্বীপের অবস্থান ?
উত্তরঃ কোরিয়া উপদ্বীপ। 

৭৪. পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত ?
উত্তরঃ বাহরাইন দ্বীপ। 

৭৫. এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
উত্তরঃ ইয়াংসিকিয়াং। 

৭৬. এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
উত্তরঃ সালউইন। 

৭৭. ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ?
উত্তরঃ সানপো। 

৭৮. কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ?
উত্তরঃ ভারত ও পাকিস্তান। 

৭৯. সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?
উত্তরঃ আরব সাগরে। 

৮০. গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ?
উত্তরঃ বঙ্গোপসাগরে। 

৮১. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায় ?
উত্তরঃ মরু অঞ্চলে। 

৮২. লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে ?
উত্তরঃ আফ্রিকা। 

৮৩. এশিয়া মাইনর কাকে বলে ?
উত্তরঃ ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে। 

৮৪. এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি ?
উত্তরঃ গোবি মরুভূমি। 

৮৫. এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি ?
উত্তরঃ পশ্চিম সাইবেরিয়া। 

৮৬. এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলে ?
উত্তরঃ ইউরেশিয়া। 

৮৭. পৃথিবীর বৃহত্তম লবন হ্রদ কোনটি ?
উত্তরঃ কাস্পিয়ান সাগর। 

৮৮. বাহরাইন কোথায় অবস্থিত ?
উত্তরঃ পারস্য উপসাগরে। 

৮৯. ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
উত্তরঃ চীন।

৯০. জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তরঃ দ্বিতীয়। 

৯১. কর্ণাটকের পূর্বের নাম কি ছিল ?
উত্তরঃ মহীশূর। 

৯২. মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে  ?
উত্তরঃ শ্রীলঙ্কা। 

৯৩. যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তরঃ যমুনোত্রী।

৯৪. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ নক্রেক।

৯৫. কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে ?
উত্তরঃ হরিদ্বারে। 

৯৬. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ গোদাবরী। 

৯৭. ভারতে জলসেচ সবচেয়ে বেশী কীসের সাহায্যে হয়  ?
উত্তরঃ খালের সাহায্যে।

৯৮. ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি ?
উত্তরঃ বোম্বে হাই।

৯৯. নেপালের অধিবাসীরা প্রধানত কোন ধর্মের ?
উত্তরঃ হিন্দু।

১০০. ভুটানের দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তরঃ মানস।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Geography GK
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 04
Download Link : Click Here To Download