Breaking







Wednesday, 3 December 2025

December 03, 2025

3rd December 2025 Current Affairs in Bengali | ৩রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

3rd December 2025 Current Affairs in Bengali | ৩রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

3rd December 2025 Current Affairs in Bengali | ৩রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
3rd December 2025 Current Affairs in Bengali | ৩রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 3rd December 2025

1.আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় ৩রা ডিসেম্বর; এবছরের থিম হলো- "Fostering disability-inclusive societies for advancing social progress"
2.স্পেনকে পরাজিত করে 2025 Davis Cup Title জিতলো ইতালি
3.PETA India কর্তৃক ভারতের সেরা নিরামিষ শহর হিসেবে স্বীকৃতি পেল কলকাতা
4.Global Commitment to Development Index (CDI) 2025-এ ভারতের স্থান ৩৬; শীর্ষে রয়েছে সুইডেন
5.শচীন টেন্ডুলকারকে অতিক্রম করে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন বিরাট কোহলি
6.দুর্দশাগ্রস্ত মহিলাদের জন্য নতুন একটি 24×7 হেল্পলাইন নম্বর 14490 চালু করলো National Commission for Women (NCW)
7.পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হিসেবে নিযুক্ত হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত
8.'Aapki Yojana-Aapki Sarkar Aapke Dwar' নামে তাদের বার্ষিক জনসেবা প্রচার ক্যাম্পেইন শুরু করলো ঝাড়খণ্ড সরকার
9.ISSF World Championship Rifle/Pistol 2025 অনুষ্ঠিত হলো মিশরের কায়রোতে
10.World Boxing-এর সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন Gennadiy Golovkin

December 03, 2025

ক্ষুদিরাম বসু কুইজ | Khudiram Bose Quiz in Bengali

ক্ষুদিরাম বসু কুইজ প্রশ্ন ও উত্তর | Khudiram Bose Quiz in Bengali

ক্ষুদিরাম বসু কুইজ প্রশ্ন ও উত্তর | Khudiram Bose Quiz in Bengali
ক্ষুদিরাম বসু কুইজ | Khudiram Bose Quiz in Bengali
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ক্ষুদিরাম বসু কুইজ টি শেয়ার করলাম। যেটিতে ভারতীয় বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু সম্পর্কিত কিছু প্রশ্ন দেওয়া আছে। কুইজটিতে অংশ গ্রহণ করতে নীচে দেওয়া স্টার্ট দ্য কুইজ বাটনে ক্লিক করুন।

Kolom Quiz
বিষয় ক্ষুদিরাম বসু
প্রশ্ন সংখ্যা১৭টি
সময় ৩০ সেকেন্ড/প্রশ্ন

Khudiram Bose Quiz
Quiz Application

প্রত্যেকটি প্রশ্নের জন্য সময় ৩০ সেকেন্ড

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:



December 03, 2025

2nd December 2025 Current Affairs in Bengali | ২রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

2nd December 2025 Current Affairs in Bengali | ২রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

2nd December 2025 Current Affairs in Bengali | ২রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
2nd December 2025 Current Affairs in Bengali | ২রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 2nd December 2025

1.বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় ২রা ডিসেম্বর
2.হায়দ্রাবাদে Safran Aircraft Engine Services India Facility-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
3.সমুদ্র বন্দরগুলির জন্য New Security Regulator হিসেবে CISF-কে মনোনীত করলো ভারত সরকার
4.Puma India-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রামপ্রসাদ শ্রীধরন
5.National Legal Services Authority (NALSA)-এর পরবর্তী Executive Chairman হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ
6.হরিয়ানার রেওয়ারিতে Biomass Pellet Plant-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী
7.২০২৬ সালে International IDEA-এর সভাপতিত্ব করবেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
8.ইন্দোরে অনুষ্ঠিত India Open 2025-এ Women's Squash Singles Title জিতলেন অনাহত সিং
9.মহারাষ্ট্রে Road Connectivity বৃদ্ধির জন্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করলো ADB
10.Dr. Talimeren Ao Junior Girls National Football Championship 2025–26 (Tier-2) শুরু হলো নাগাল্যান্ডে

December 03, 2025

ক্ষুদিরাম বসুর জীবনী | Khudiram Bose Biography in Bengali

ক্ষুদিরাম বসু | শৈশব জীবন, কৈশোর জীবন, শিক্ষাজীবন, কর্মজীবন, বৈপ্লবিক কর্মকাণ্ড, সংগ্রামী জীবন

ক্ষুদিরাম বসুর জীবনী | Khudiram Bose Biography in Bengali
ক্ষুদিরাম বসুর জীবনী | Khudiram Bose Biography in Bengali
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
যারা কিশোর বিপ্লবী নেতা ক্ষুদিরাম বসু সম্পর্কে জানার জন্য বা ক্ষুদিরাম বসু নিয়ে রচনা লেখার জন্য অথবা ক্ষুদিরাম বসু সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য ভালো ধরনের আর্টিকেল অনুসন্ধান করছেন, তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট।

এই পোস্টটিতে ক্ষুদিরাম বসুর জীবনের প্রতিটি অধ্যায় সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে, আমরা আশা রাখবো পোস্টটির মাধ্যমে আপনারা ক্ষুদিরাম বসু সম্পর্কে বিস্তারিতভাবে জেনে যাবেন। সুতরাং ক্ষুদিরাম বসুর জীবনী দেখে নিন এবং প্রয়োজনে নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

ক্ষুদিরাম বসুর জীবনী

"একবার বিদায় দে মা ঘুরে আসি,
হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসি।
আমি হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী
একবার বিদায় দে মা ঘুরে আসি।"

-পীতাম্বর দাস

ঊনবিংশ শতকের গোড়ার দিকে দেশকে পরাধীনতা থেকে মুক্ত করার জন্যে এগিয়ে এলেন বাংলার তরুণ প্রজন্ম। তাঁদের মধ্যে অগ্নি কিশোর বৈপ্লবিক ক্ষুদিরাম বসু ছিলেন প্রথম শহীদ, যার সৎ সাহস ও ঐকান্তিক প্রবৃত্তি সবাইকে বিস্মিত করতাে।

ক্ষুদিরাম বসু
নামক্ষুদিরাম বসু
জন্ম৩রা ডিসেম্বর ১৮৮৯
জন্মস্থানমোহবনী (হবিবপুর), পশ্চিম মেদিনীপুর
মৃত্যু১১ই আগস্ট ১৯০৮
জাতীয়তাভারতীয়
জাতিসত্তাবাঙালি

শৈশব জীবন

তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলা শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মোহবনী গ্রামে ৩রা ডিসেম্বর ১৮৮৯ সালে জন্মগ্রহণ করেন। ক্ষুদিরাম বসু হলেন পিতা ত্রৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষীপ্রিয় দেবীর চতুর্থ সন্তান। পরবর্তী সময়ে পুত্রের মৃত্যুর আশঙ্কায় তাঁহারা তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তাদের পুত্রকে তার বড় বোনের কাছে তিন মুঠি খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে ক্রয়কৃত শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। ক্ষুদিরাম বসু তার বড়ো দিদি অপরুপা দেবীর ছত্রছায়ায় ও স্নেহ-ভালোবাসার বড়ো হতে থাকে। অপরুপা দেবীর স্বামী অমৃতলালবাবুর চাকরী ক্ষেত্রে স্থান বদলী হলে ক্ষুদিরাম বসুকেও একজায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হত।

কৈশোর জীবন

ক্ষুদিরাম বসু প্রাপ্তবয়সে পৌঁছানোর অনেক আগেই একজন ডানপিটে, বাউন্ডুলে, রোমাঞ্চপ্রিয় হিসেবে পরিচিতি লাভ করেন। কিন্তু ১৯০২-০৩ খ্রিস্টাব্দ কালে যখন বিপ্লবী নেতা শ্রী অরবিন্দ এবং সিস্টার-নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করে জনসম্মুখে বক্তব্য রাখলে, সেখানে উপস্থিত তরুণ ছাত্র ক্ষুদিরাম বসু বিপ্লবে অনুপ্রাণিত হন এবং স্পষ্টভাবেই তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন। ১৯০৪ খ্রিস্টাব্দে ক্ষুদিরাম তার বোন অপরূপার স্বামী অমৃতলালবাবুর সাথে তমলুক শহর থেকে মেদিনীপুরে চলে আসেন।

শিক্ষাজীবন

ক্ষুদিরাম বসু তমলুকের হ্যামিল্টন স্কুল এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শিক্ষালাভ করেন।

কর্মজীবন

ক্ষুদিরাম বসু ছিলেন একজন প্রাণদরদী ও ভালোবাসার মানুষ। স্বাভাবিক ভাবেই মানুষের দুঃখ-কষ্ট দেখলে তার প্রাণও কেঁদে উঠতো। জনগণ এর সেবাই ছিল তাঁর কাছে পরম ব্রত। প্রকৃতির নানান দুর্যোগে মানুষের সাহায্যের জন্য বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করে দুটি অন্নের ব্যবস্থা করতেন। দেশসেবা ও মাতৃ জননী ভারতমায়ের স্বাধীনতার দাবিতে বিপ্লবী সংগঠনে যুক্ত হয়ে জীবন উৎসর্গ করেন।

বৈপ্লবিক কর্মকাণ্ডের জীবন

মেদিনীপুরে আসার পরই তাঁর বিপ্লবী জীবনের অভিষেক। তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আখড়ায় যোগ দেন। ১৯০২ সালে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। এটি রাজনৈতিকভাবে সক্রিয় ব্রিটিশবিরোধীদের দ্বারা পরিচালিত হতো। ওই সংগঠনের নেতা ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। অল্প কিছু সময়ের মধ্যেই ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে উঠেন। ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়ে এখানে আশ্রয় পান। ক্ষুদিরাম তাঁরই নির্দেশে "সোনার বাংলা" শীর্ষক বিপ্লবাত্মক ইশতেহার বিলি করে গ্রেপ্তার হন। ১৯০৬ সালে কাঁসাই নদীর বন্যার সময়ে রণপার সাহায্যে ত্রাণকাজ চালান।

সংগ্রামী জীবন

ক্ষুদিরাম বসু তার শিক্ষক সত্যেন্দ্রনাথ বোস এর নিকট হতে এবং শ্রীমদ্ভগবদগীতা পড়ে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে বিপ্লব করতে অনুপ্রাণিত হন। তিনি বিপ্লবী রাজনৈতিক দল যুগান্তরে যোগ দেন। ১৬ বছর বয়সে ক্ষুদিরাম পুলিশ স্টেশনের কাছে বোমা পুঁতে রাখেন এবং ইংরেজ কর্মকর্তাদের লক্ষ্য করেন। একের পর এক বোমা হামলার দায়ে ৩ বছর পর তাকে আটক করা হয়। ৩০শে এপ্রিল ১৯০৮ এ মুজাফফরপুর, বিহারে রাতে সাড়ে আটটায় ক্ষুদিরাম ও প্রফুল্ল যৌথ ভাবে ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ড হত্যা পরিকল্পনায় বোমা ছুড়লে গাড়িতে উপস্থিত জনৈক বৃটিশ মিসেস কেনেডি এবং তার কন্যা মিস কেনেডিকে হত্যা করেন।

ক্ষুদিরামের ফাঁসি

ইউরোপিয়ান ক্লাবের সামনে তিনজনকে হত্যার দায়ে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয় ২১শে মে ১৯০৮ তারিখে যা আলিপুর বোমা মামলা নামে পরিচিত হয়। বিচারক ছিলেন জনৈক বৃটিশ মি. কর্নডফ এবং দুইজন ভারতীয়, লাথুনিপ্রসাদ ও জানকিপ্রসাদ। রায় শোনার পরে ক্ষুদিরামের মুখে হাসি দেখা যায়। তার বয়স খুব কম ছিল। বিচারক কর্নডফ তাকে প্রশ্ন করেন, তাকে যে ফাঁসিতে মরতে হবে সেটা সে বুঝেছে কিনা ? ক্ষুদিরাম আবার মুচকে হাসলে বিচারক আবার প্রশ্নটি করেন। ক্ষুদিরাম তখন ওপরে উদ্ধৃত কথাটি বলেন। তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভোর ছয় টায়। দিনটা ছিল ১৯০৮ সালের ১১ই আগস্ট। সেই দিন খুব ভােরে ক্ষুদিরাম উঠে পড়লেন, ভাবছিলেন তাকে পৃথিবী থেকে চিরদিনের জন্যে বিদায় নিতে হবে। অথচ সবাইকে ছেড়ে যেতে তার মন সরছিল না। কিন্তু নির্ভীক হৃদয়ে তিনি ফাঁসির জন্যে তৈরি হলেন। মনের মধ্যে তিনি যেন একটা শক্তির সন্ধান পেয়েছিলেন। তাই ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি ছিলেন নির্ভীক। হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিয়ে তিনি মৃত্যুকে বরণ করলেন।

পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Khudiram Bose Biography
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Tuesday, 2 December 2025

December 02, 2025

Science Questions Mock Test in Bengali Part-60

Science Questions Mock Test in Bengali Part-60

Science Questions Mock Test in Bengali Part-60
Science Questions Mock Test in Bengali Part-60
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পর্বে Science Questions Mock Test in Bengali Part-60 টি শেয়ার করলাম, যেটি আপনাদের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে নীচে দেওয়া স্টার্ট দ্য কুইজ বাটনে ক্লিক করে মকটেস্টটিতে অংশ গ্রহণ করে নিন।

Kolom Quiz
পর্ব ৬০
বিষয় সাইন্স
প্রশ্ন সংখ্যা ২৫
সময় ৬০ সেকেন্ড/প্রশ্ন

Quiz Application

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করো

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Monday, 1 December 2025

December 01, 2025

1st December 2025 Current Affairs in Bengali | ১লা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

1st December 2025 Current Affairs in Bengali | ১লা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

1st December 2025 Current Affairs in Bengali | ১লা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
1st December 2025 Current Affairs in Bengali | ১লা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 1st December 2025

1.বিশ্ব এইডস দিবস পালন করা হয় ১লা ডিসেম্বর; এবছরের থিম হলো- "Overcoming disruption, transforming the AIDS response"
2.India Trade Promotion Organization (ITPO)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত IFS অফিসার জাভেদ আশরাফ
3.Inland Waterways Authority of India (IWAI)-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন IAS অফিসার সুনীল পালিওয়াল
4.অন্ধ্রপ্রদেশে ৩টি নতুন জেলা তৈরি করা হয়েছে; বর্তমানে অন্ধ্রপ্রদেশের মোট জেলার সংখ্যা ২৯টি
5.ইন্দোনেশিয়াকে পোলিওমুক্ত হিসেবে ঘোষণা করলো WHO
6.‘OmanSat-1’ নামে তাদের প্রথম Communications Satellite উৎক্ষেপণ করবে ওমান
7.Best Profit-Making Cooperative Bank হিসেবে সম্মানিত হলো RCMS Bank
8.ভারতের প্রথম National Coral Reef Research Institute (NCRRI) প্রতিষ্ঠিত হতে চলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
9.কৃষকদের ক্ষমতায়নের জন্য 'Rythanna Meekosam' উদ্যোগ চালু করলো অন্ধ্রপ্রদেশ
10.ICC Men's T20 World Cup 2026-এর ICC Brand Ambassador হিসেবে রোহিত শর্মাকে নিযুক্ত করা হয়েছে

December 01, 2025

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF | West Bengal GK in Bengali

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF | West Bengal GK in Bengali PDF

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF | West Bengal GK in Bengali PDF
পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF | West Bengal GK in Bengali
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ সম্পর্কিত যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষায় পশ্চিমবঙ্গ জিকে বিষয়টি থেকে প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়।

আমরা আশা রাখছি আমাদের দেওয়া এই প্রশ্নোত্তরগুলি থেকেই আপনারা কমন পেয়ে যাবে। সুতরাং সময় নষ্ট না করে পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর

০১.পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৭ সালে।

০২.পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?
উত্তরঃ প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি।

০৩.পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত?
উত্তরঃ পূর্বদিকে।

০৪.পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?
উত্তরঃ বঙ্গোপসাগর।

০৫.২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত?
উত্তরঃ চতুর্থ।

০৬.আয়তনের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উত্তরঃ দক্ষিণ চব্বিশ পরগনা।

০৭.জনঘনত্বের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উত্তরঃ উত্তর চব্বিশ পরগনা। 

০৮.বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? 
উত্তরঃ কলকাতা (আয়তন অনুসারে)।  

০৯.পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি?
উত্তরঃ পুরুলিয়া। 

১০.পশ্চিমবঙ্গের তিনদিক কি দ্বারা বেষ্টিত?
উত্তরঃ স্থলভাগ।

১১.পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উত্তরঃ কলকাতা।

১২.পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি?
উত্তরঃ বাংলা। 

১৩.পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি?
উত্তরঃ মেছো বিড়াল।

১৪.পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি?
উত্তরঃ শ্বেত কণ্ঠ মাছরাঙা।

১৫.পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি?
উত্তরঃ শিউলি।

১৬.পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি?
উত্তরঃ ছাতিম। 

১৭.পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি?
উত্তরঃ গৌড়ীয় নৃত্য।

১৮.পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ। 

১৯.পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ডঃ বিধানচন্দ্র রায়। 

২০.পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি?
উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালাচারী। 

২১.পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? 
উত্তরঃ ২৩টি।

২২.পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫টি। 

২৩.পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ১৬টি।

২৪.পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ৪২টি। 

২৫.পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ২৯৪টি। 

২৬.পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ।

২৭.পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ ভুটান।

২৮.পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি?
উত্তরঃ ওড়িশা।

২৯.‘পশ্চিমবঙ্গের দোসর’ বলা হয় কোন রাজ্যকে?
উত্তরঃ ত্রিপুরা রাজ্যকে।

৩০.ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে ভাগ করা যায়?
উত্তরঃ তিনভাগে। 

৩১.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ সান্দাকফু।

৩২.বক্সা কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ। 

৩৩.পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত?
উত্তরঃ গঙ্গা ও তার উপনদীসমূহের পলি দ্বারা।

৩৪.পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ গঙ্গা।

৩৫.পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট একটি নদীর নাম লেখো।
উত্তরঃ দামোদর।

৩৬.‘বাংলার দুঃখ’ বলা হয় কোন নদীকে?
উত্তরঃ দামোদর।

৩৭.গন্ধেশ্বরী নদী কার উপনদী?
উত্তরঃ দ্বারকেশ্বর। 

৩৮.দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি?
উত্তরঃ মুণ্ডেশ্বরী।

৩৯.পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত? 
উত্তরঃ উত্তর ও পশ্চিম দিক থেকে।

৪০.পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত?
উত্তরঃ মৌসুমী জলবায়ু।

৪১.পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো।  
উত্তরঃ দার্জিলিং।

৪২.পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের মালভূমি।

৪৩.পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি?
উত্তরঃ কয়লা।
  
৪৪.পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়?
উত্তরঃ রানীগঞ্জে।
   
৪৫.পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? 
উত্তরঃ জলপাইগুড়িতে।

৪৬.কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে? 
উত্তরঃ হরিণঘাটায়।
   
৪৭.গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? 
উত্তরঃ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।
    
৪৮.বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়?
উত্তরঃ অশ্বক্ষুরাকৃতি।

৪৯.পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি?
উত্তরঃ উত্তর দিনাজপুর জেলার চোপড়া।

৫০.পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? 
উত্তরঃ পশ্চিমী ঝঞ্ঝা। 

৫১.পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি?
উত্তরঃ পাট শিল্প।

৫২.পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে?
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা।

৫৩. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে?
উত্তরঃ কাদম্বিনী গাঙ্গুলী। 

৫৪.আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতা, পশ্চিমবঙ্গ। 

৫৫.পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে শিল্পোন্নত জেলা কোনটি?
উত্তরঃ উত্তর চব্বিশ পরগনা।

৫৬.কলকাতায় কবে মেট্রোরেল চালু হয়?
উত্তরঃ ১৯৮৪ সালে।

৫৭.উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি?
উত্তরঃ রায়গঞ্জ।

৫৮.সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
উত্তরঃ ২০১৯ সালে।

৫৯.নদীয়া জেলার সদর শহর কোনটি?
উত্তরঃ কৃষ্ণনগর।

৬০.পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘রাঙামাটির দেশ’ বলা হয়?
উত্তরঃ বীরভূম জেলাকে। 

৬১.হুগলী জেলার সদর শহরের নাম কি?
উত্তরঃ চুঁচুড়া। 

৬২.পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়?
উত্তরঃ বিধান চন্দ্র রায়।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : West Bengal GK
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download