Breaking



Friday 19 April 2024

April 19, 2024

RPF কনস্টেবল প্রশ্নপত্র 2018 PDF | RPF Constable 2018 All Shift Question Paper Solved PDF

RPF কনস্টেবল প্রশ্নপত্র 2018 PDF | RPF Constable 2018 All Shift Question Paper Solved PDF | RPF Constable Previous Year Question Paper PDF

RPF কনস্টেবল প্রশ্নপত্র 2018 PDF | RPF Constable 2018 All Shift Question Paper Solved PDF
RPF কনস্টেবল প্রশ্নপত্র 2018 PDF | RPF Constable 2018 All Shift Question Paper Solved PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে RPF কনস্টেবল প্রশ্নপত্র 2018 PDF | RPF Constable 2018 All Shift Question Paper Solved PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০১৮ সালে অনুষ্ঠিত RPF কনস্টেবল পরীক্ষার সমস্ত শিফটের প্রশ্নপত্র উত্তরসহ দেওয়া আছে। প্রশ্নপত্রটি তোমাদের আগত RPF কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

প্রশ্নপত্রটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : RPF Constable 2018 All Shift Question Paper Solved PDF
Language : Hindi
Size : 07 mb 
No. of Pages : 518
Download Link : Click Here To Download

April 19, 2024

পাটিগণিতের সকল সূত্র PDF | All Arithmetic Formula in Bengali

পাটিগণিতের সকল সূত্র PDF | All Arithmetic Formula in Bengali PDF

পাটিগণিতের সকল সূত্র PDF | All Arithmetic Formula in Bengali
পাটিগণিতের সকল সূত্র PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
প্রায় প্রতিটি কম্পেটিটিভ বা চাকরির পরীক্ষার একটা কমন বিষয় হল পাটিগণিত। আর এই পাটিগণিতের অঙ্কগুলি সহজে ও কম সময়ে করে ফেলার জন্য সূত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর তাই আজকের পোস্টে পাটিগণিতের সকল সূত্র PDF টি শেয়ার করলাম।

যেটিতে পাটিগণিতের প্রায় সমস্ত সূত্র সমূহ দেওয়া আছে। পিডিএফটির মধ্যে পাটিগণিতের যে সমস্ত অধ্যায়গুলি আছে, সেগুলি হল -

■ সংখ্যা,
■ ভগ্নাংশ,
■ গড়,
■ বর্গমূল,
■ অনুপাত ও সমানুপাত,
■ শতকরা,
■ লাভ ও ক্ষতি,
■ নৌকা ও স্রোত,
■ ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব,
■ সরল সুদ,
■ চক্রবৃদ্ধি সুদ,
■ নল ও চৌবাচ্চা,
■ সময় ও কাজ,
■ সময় ও দূরত্ব,
■ প্রভৃতি

পাটিগণিতের সকল সূত্র PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : All Arithmetic Formula
Language : Bengali
Size : 04 mb 
No. of Pages : 48
Download Link : Click Here To Download


Thursday 18 April 2024

April 18, 2024

GK Questions Mock Test in Bengali Part-312

GK Questions Mock Test in Bengali Part-312

GK Questions Mock Test in Bengali Part-312
GK Questions Mock Test in Bengali Part-312
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জিকে প্রশ্নের মকটেস্ট পর্ব-৩১২ টি শেয়ার করলাম, যেটি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে নীচে দেওয়া স্টার্ট দ্য কুইজ বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ গ্রহণ করে নাও।

Kolom Quiz
পর্ব ৩১২
বিষয় জিকে
প্রশ্ন সংখ্যা ৩৫
সময় ৬০ সেকেন্ড/প্রশ্ন

Quiz Application

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করো

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

April 18, 2024

মুঘল সম্রাটদের তালিকা PDF | মুঘল সাম্রাজ্যের বংশ তালিকা

মুঘল সম্রাটদের তালিকা PDF | List of Mughal Emperors in India (1526-1857) Bengali PDF

মুঘল সম্রাটদের তালিকা PDF | List of Mughal Emperors in India (1526-1857) Bengali PDF
মুঘল সম্রাটদের তালিকা PDF 
কলম 
প্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে মুঘল সাম্রাজ্যের বংশ তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে বিভিন্ন মুঘল সম্রাট ও তাদের শাসনকাল এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে মুঘল সম্রাটদের তালিকাটি ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

মুঘল সম্রাট ও তাদের শাসনকাল

মুঘল সম্রাট শাসনকাল
বাবর ১৫২৬-১৫৩০
হুমায়ুন ১৫৩০-১৫৪০ এবং ১৫৫৫-১৫৫৬
আকবর ১৫৫৬-১৬০৫
জাহাঙ্গীর ১৬০৫-১৬২৭
শাহজাহান ১৬২৮-১৬৫৮
ঔরঙ্গজেব বা প্রথম আলমগীর ১৬৫৮-১৭০৭
প্রথম বাহাদুর শাহ বা প্রথম শাহ আলম ১৭০৭-১৭১২
জাহান্দার শাহ ১৭১২-১৭১৩
ফারুখশিয়ার ১৭১৩-১৭১৯
রাফি উদ-দারজাত ১৭১৯
রাফি উদ-দৌলত বা দ্বিতীয় শাহজাহান ১৭১৯
মুহাম্মদ শাহ শাহ বা রঙ্গিলা ১৭১৯-১৭৪৮
আহমেদ শাহ বাহাদুর ১৭৪৮-১৭৫৪
দ্বিতীয় আলমগীর ১৭৫৪-১৭৫৯
তৃতীয় শাহজাহান ১৯৫৯-১৭৬০
দ্বিতীয় শাহ আলম ১৭৬০-১৮০৬
চতুর্থ শাহজাহান বা বিদার বখত ১৭৮৮
দ্বিতীয় আকবর শাহ ১৮০৬-১৮৩৭
দ্বিতীয় বাহাদুর শাহ ১৮৩৭-১৮৫৭

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : List of Mughal Emperors in India (1526-1857)
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Important Questions ::

■ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
Ans: বাবর।

■ মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ?
Ans: দ্বিতীয় বাহাদুর শাহ।

■ কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন ?
Ans: ঔরঙ্গজেব।

■ মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ?
Ans: আকবর।

■ মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল ?
Ans: ফার্সি।

■ কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন ?
Ans: আকবর।

■ কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করেন ?
Ans: শাহজাহান।

■ কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন ?
Ans: বাবর।

■ কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?
Ans: শাহজাহান।

■ কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ ?
Ans: হুমায়ুন।

Wednesday 17 April 2024

April 17, 2024

অযোধ্যা রাম মন্দির প্রশ্ন উত্তর PDF | Ayodhya Ram Mandir GK Question Answer in Bengali

অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | Ayodhya Ram Mandir GK Question Answer in Bengali

অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | Ayodhya Ram Mandir GK Question Answer in Bengali
অযোধ্যা রাম মন্দির প্রশ্ন উত্তর PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে অযোধ্যা রাম মন্দির প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত কতকগুলি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

অযোধ্যা রাম মন্দির জিকে প্রশ্ন উত্তর

০১. অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ। 

০২. অযোধ্যার প্রাচীন নাম কি?
উত্তরঃ ফৈজাবাদ।

০৩. অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সরযূ।

০৪. অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ? 
উত্তরঃ ২০২৪ সালের ২২শে জানুয়ারি।

০৫. অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে কোন কোম্পানি?
উত্তরঃ লারসেন অ্যান্ড টুব্রো (L&T)। 

০৬. রাম মন্দিরের মোট বাজেট কত?
উত্তরঃ অযোধ্যা রাম মন্দির নির্মাণে মোট বাজেট ১৮০০ কোটি টাকা। 

০৭. রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে?
উত্তরঃ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের ৩১শে মার্চ পর্যন্ত ৯০০ কোটি টাকা খরচ হয়েছে। এখনও ৩ হাজার কোটি টাকা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে। 

০৮. অযোধ্যা রাম মন্দিরের নকশা কে তৈরি করেছেন?
উত্তরঃ চন্দ্রকান্ত সোমপুরা।

০৯. রাম মন্দির নির্মাণ শুরু হয় কোন সালে?
উত্তরঃ ২০২০ সালের মে মাসে। 

১০. অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন কবে হয়?
উত্তরঃ ২০২০ সালের ৫ই আগস্ট।

১১. অযোধ্যায রাম মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান কে?
উত্তরঃ নৃত্যগোপাল দাস।

১২. শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক কে?
উত্তরঃ চম্পত রায়। 

১৩. অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্ট এর নাম কি?
উত্তরঃ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

১৪. রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা কে করছে?
উত্তরঃ বারাণসীর পুরোহিত লক্ষ্মী কান্ত দীক্ষিত।

১৫. অযোধ্যা রাম মন্দিরে কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে?
উত্তরঃ রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকার।

১৬. অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩৮০ ফুট।

১৭. অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত?
উত্তরঃ ২৫০ ফুট।

১৮. অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত?
উত্তরঃ ১৬১ ফুট।

১৯. অযোধ্যা রাম মন্দিরটি কত তল বিশিষ্ট?
উত্তরঃ তিনতলা। 

২০. অযোধ্যা রাম মন্দির কোন পাথর দিয়ে তৈরি হয়েছে?
উত্তরঃ বেলেপাথর।

২১. অযোধ্যা রাম মন্দিরের স্থানের এলাকা কত?
উত্তরঃ মন্দির এলাকা প্রায় ২.৭ একর জমি জুড়ে।

২২. অযোধ্যায় বিতর্কিত জমির আয়তন কত?
উত্তরঃ ২.৭৭ একর। 

২৩. অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছে?
উত্তরঃ প্রায় সাড়ে তিন বছর।

২৪. অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল কবে ঘোষণা করা হয়?
উত্তরঃ ২০১৯ সালের ৯ই নভেম্বর। 

২৫. অযোধ্যা রাম মন্দির মামলার জন্য কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল?
উত্তরঃ পাঁচজন। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি। এই পাঁচ বিচারপতি হলেন- রঞ্জন গগৈ, এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, আবদুল নাজির। 

২৬. অযোধ্যা রাম মন্দির মামলার প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ রঞ্জন গগৈ।  

২৭. রাম মন্দিরের শিলান্যাস কবে সম্পূর্ণ হয়েছে?
উত্তরঃ ২০২০ সালের ৫ই আগস্ট। 

২৮. রামমন্দিরের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন?
উত্তরঃ নরেন্দ্র মোদী।

২৯. বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন? 
উত্তরঃ বাবরের সেনাপতি মীর বাকি।

৩০. বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৫২৮ সালে।

৩১. বাবরি মসজিদ কত সালে ভাঙ্গা হয়?
উত্তরঃ ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর।

প্রশ্নোত্তরের পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Ayodhya Ram Mandir GK
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


April 17, 2024

জ্যামিতির সকল সংজ্ঞা PDF | জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা

জ্যামিতির সকল সংজ্ঞা PDF | জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা | Definitions of Geometry in Bengali

জ্যামিতির সকল সংজ্ঞা | জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা
জ্যামিতির সকল সংজ্ঞা PDF | জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জ্যামিতির সকল সংজ্ঞা PDF টি শেয়ার করলাম। যেটিতে জ্যামিতির যেসকল টপিকগুলি আছে, সেগুলির সংজ্ঞাগুলি খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাই দেরী না করে জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা গুলি দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নাও।

জ্যামিতির সকল সংজ্ঞা

০১. কোণ কাকে বলে ?
উত্তরঃ দুইটি সরলরেখা যদি পরস্পরের সাথে কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়‚ তবে মিলন বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয় আর এটাকেই মূলত কোণ বলে।

০২. সূক্ষ্মকোণ কাকে বলে ?
উত্তরঃ এক সমকোণ বা ৯০ ডিগ্রী অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 

০৩. সমকোণ কাকে বলে ?
উত্তরঃ একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে মিলিত বিন্দুতে উৎপন্ন কোণকে সমকোণ বলে। এক সমকোণ সমান ৯০ ডিগ্রী।

০৪. স্থূলকোণ কাকে বলে ?
উত্তরঃ এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে। 

০৫. প্রবৃদ্ধ কোণ কাকে বলে ?
উত্তরঃ দুই সমকোণ বা ১৮০ ডিগ্রী অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ বা ৩৬০ ডিগ্রী অপেক্ষা ছোট কোণকে প্রবদ্ধ কোণ বলে।

০৬. সরল কোণ কাকে বলে ?
উত্তরঃ দুটি সরল রেখা পরস্পর সম্পূর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দুপাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে।  এক সরলকোণ সমান ১৮০ ডিগ্রী। 

০৭. বিপ্রতীপ কোণ কাকে বলে ?
উত্তরঃ দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, এদের যেকোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।

০৮. সম্পূরক কোণ কাকে বলে ?
উত্তরঃ দুটি কোণের সমষ্টি যদি ১৮০ ডিগ্রী বা দুই সমকোণ হয়, তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে।

০৯. পূরক কোণ কাকে বলে ?
উত্তরঃ যখন দুটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রী বা এক সমকোণ হয়, তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়।

১০. একান্তর কোণ কাকে বলে ? 
উত্তরঃ দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদ রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে একান্তর কোণ বলে।

১১. অনুরূপ কোণ কাকে বলে ?
উত্তরঃ দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোন উৎপন্ন হয়, তাকে অনুরূপ কোণ বলে।

১২. সন্নিহিত কোণ কাকে বলে ?
উত্তরঃ যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে।

১৩. রেখা কাকে বলে ? 
উত্তরঃ যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নেই তাকে রেখা বলে।

১৪. সরল রেখা কাকে বলে ?
উত্তরঃ যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোন দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে সরলরেখা বলে।

১৫. বক্র রেখা কাকে বলে ?
উত্তরঃ যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে অর্থাৎ সোজাসুজি চলে না তাকে বলে।

১৬. বিন্দু কাকে বলে ? 
উত্তরঃ যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বা উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলে।

১৭. রেখাংশ কাকে বলে ?
উত্তরঃ যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুইটি প্রান্তবিন্দু আছে তাকে রেখাংশ বলে।

১৮. সমান্তরাল রেখা কাকে বলে ? 
উত্তরঃ একই সমতলে অবস্থিত দুইটি রেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে। 

১৯. ছেদক কাকে বলে ?
উত্তরঃ যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে, তাকে ছেদক বলে।

২০. ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে।

২১. সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ যে ত্রিভুজের তিনটি কোণই এক সমকোণ অথবা ৯০ ডিগ্রী এর ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।

২২. স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে।

২৩. সমকোণী ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ যে ত্রিভুজের অভ্যন্তরীণ কোণগুলির একটি কোণ সমকোণ বা ৯০ ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে।

২৪. সমবাহু ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে।

২৫. সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান এবং অপর বাহুটি অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।

২৬. বিষমবাহু ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষোমবাহু ত্রিভুজ বলে।

২৭. বৃত্ত কাকে বলে ? 
উত্তরঃ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। 

২৮. কেন্দ্র কাকে বলে ?
উত্তরঃ যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর সকল বিন্দুর দুরত্ব সমান, ঐ নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে।

২৯. ভরকেন্দ্র কাকে বলে ?
উত্তরঃ কোন বস্তুর প্রতিটি কনার উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের লব্ধি ঐ বস্তুর যে বিন্দু দিয়ে যায় তাকেই বা সেই বিন্দু কেই ঐ বস্তুর ভরকেন্দ্র বলে।

৩০. লম্ববিন্দু বা লম্বকেন্দ্র কাকে বলে ?
উত্তরঃ ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে ত্রিভুজের লম্ববিন্দু বলা হয়।

৩১. জ্যা কাকে বলে ?
উত্তরঃ বৃত্তের পরিধির উপর যেই কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে।

৩২. ব্যাস কাকে বলে ?
উত্তরঃ বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে।

৩৩. ব্যাসার্ধ কাকে বলে ?
উত্তরঃ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যেকোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে।

৩৪. পরিধি কাকে বলে ?
উত্তরঃ বৃত্তের সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে পরিধি বলে।

৩৫. পরিবৃত্ত কাকে বলে ?
উত্তরঃ তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দু (শীর্ষ) গামী বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত।

৩৬. পরিকেন্দ্র কাকে বলে ?
উত্তরঃ পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলে।

৩৭. স্পর্শক কাকে বলে ?
উত্তরঃ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়।

৩৮. চতুর্ভুজ কাকে বলে ?
উত্তরঃ চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।

৩৯. কর্ণ কাকে বলে ?
উত্তরঃ চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুগুলো দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে।

৪০. সামান্তরিক কাকে বলে ?
উত্তরঃ যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে।

৪১. আয়তক্ষেত্র কাকে বলে ?
উত্তরঃ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

৪২. বর্গক্ষেত্র কাকে বলে ?
উত্তরঃ যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। 

৪৩. রম্বস কাকে বলে ?
উত্তরঃ যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে রম্বস বলে।

৪৪. ট্রাপিজিয়াম কাকে বলে ?
উত্তরঃ যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।

৪৫. বহুভুজ কাকে বলে ?
উত্তরঃ সরলরেখা দ্বারা আবদ্ধ সমতল যেকোন চিত্রকে বহুভুজ বলা হয়।

৪৬. গোলক কাকে বলে ?
উত্তরঃ কোন অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে বা স্থির রেখে ওই ব্যাসের চারিদিকে অর্ধবৃত্তটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু উৎপন্ন হয়, তাকে গোলক বলে। 

৪৭. ঘনক কাকে বলে ?
উত্তরঃ ছয় তলবেষ্টিত যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান তাকে ঘনক বলে।

৪৮. সিলিন্ডার বা বেলন কাকে বলে ?
উত্তরঃ একটি আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটিকে ঘোরালে যে ঘনবস্তু তৈরি হয় তাকে বেলন বা সিলিন্ডার বলে। 


পিডিএফটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Definitions of Geometry
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


April 17, 2024

GK Questions Mock Test in Bengali Part-311

GK Questions Mock Test in Bengali Part-311

GK Questions Mock Test in Bengali Part-311
GK Questions Mock Test in Bengali Part-311
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জিকে প্রশ্নের মকটেস্ট পর্ব-৩১১ টি শেয়ার করলাম, যেটি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে নীচে দেওয়া স্টার্ট দ্য কুইজ বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ গ্রহণ করে নাও।

Kolom Quiz
পর্ব ৩১১
বিষয় জিকে
প্রশ্ন সংখ্যা ৩৫
সময় ৬০ সেকেন্ড/প্রশ্ন

Quiz Application

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করো

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage: